মাগুরা

মাগুরায় অগ্রণী ব্যাংকের আয়োজনে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা

মতিন রহমান, মাগুরা: “যদি থাকে আর্থিক সাক্ষরতা পাবেন সিদ্ধান্তের নিশ্চয়তা” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালন করেছে অগ্রণী ব্যাংক ভায়নার মোড় শাখা। বুধবার (২১মে) বিকেলে শাখা ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক এর ঝিনাইদহ অঞ্চলের অঞ্চল প্রধান এস.এম. ইস্রাফিল হোসেন।

কর্মশালায় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের শতাধিক গ্রাহক ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। বক্তারা জানান, অর্থ ব্যবস্থাপনা এবং তথ্যবহুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পর্কে কার্যকরভাবে সিদ্ধান্ত নেওয়াকে আর্থিক সাক্ষরতা বলা হয়। আধুনিক সমাজে টিকে থাকার জন্য ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। দৈনন্দিন জীবনে আর্থিক ধারণাগুলি ব্যবহার করার এবং সর্বোত্তম আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধিতে আর্থিক সাক্ষরতা কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মো: আবু জাফর, মোঃ মোজহারুল ইসলাম, মোঃ নাজমুস সাদাত, সঞ্জয় দাস, ইসলাম হোসেনসহ অন্যরা।

বক্তারা আরো জানান, অর্থ ব্যবস্থাপনার সঠিক পদ্ধতি শেখানোর মাধ্যমে ব্যক্তির আর্থিক নিরাপত্তা, প্রতারণার ঝুঁকি হ্রাস ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে সাহায্য করে। বৈচিত্র্যপূর্ণ আর্থিক পণ্য ও পরিষেবার আধুনিক সময়ে আর্থিক জ্ঞানসম্পন্ন ব্যক্তিরাই আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে, বিপদ এড়াতে ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button