আইন ও আদালত

আনিস-সালমানসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার

জুলাই ছাত্র আন্দোলনে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে পৃথক নতুন দুই মানলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ.আজহারুল ইসলাম শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

যার মধ্যে রাজধানীর কদমতলীর মেরাজনগরে মাসুদ নামে এক ব্যক্তি নিহতের মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আর শাহবাগ এলাকায় মনির নামে এক ব্যক্তি নিহতের মামলায় কামরুল ইসলাম ও দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান। কামরুল ইসলাম এবং দীপু মনিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক। শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়।

মাসুদ হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়,জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই কদমতলী থানাধীর মিরাজনগরের প্যারাডাইস প্যালেস নামক নির্মানাধীন বিল্ডিংয়ের আন্দোলনকারীদের ওপর গুলি করা হয়। সন্ধ্যা ৭ টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যান তিনি। এ ঘটনায় তার স্ত্রী হেনা বেগম গত ৪ সেপ্টেম্বর কদমতলী থানায় শেখ হাসিনাসহ ১১৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

মনির হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট দুপুরে শাহবাগ থানাধীন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার পলাশী সংলগ্ন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চৌরাস্তায় আন্দোলনকারীরা অবস্থান নেন। এ সময় গুলিতে মনির নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী রুজিনা আক্তার গত ১৪ মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৫১ জনের নামে আদালতে মামলা করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button