রাজশাহীতে ‘কেমন নাগরিক সংগঠন চাই’ শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত


রাবি প্রতিনিধি: সিএসও অ্যালায়েদের আয়োজনে “কেমন নাগরিক সংগঠন চাই” শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) বিকেলে রাজশাহীতে উক্ত আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের নাগরিক সমাজের গতিশীলতা, গত ৫০ বছরের অর্জন, এবং ভবিষ্যতের চ্যানেঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সংলাপে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় তৃণমূল পর্যায়ের নাগরিক সংগঠনগুলোর চ্যালেজ চিহ্নিত করা, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা, এবং তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর। একেএম মুসা, সদস্য, নির্বাহী কমিটি, সিএসও অ্যালায়েন্স’র এবং হেলেন কেলার ইন্টারন্যাশনালের সাবেক কান্ট্রি ডিরেক্টর’র সঞ্চালনায় অংশগ্রহণকারীরা জাতীয় পর্যায়ে আরও কর্মশালা ও সংলাপ আয়োজনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জবাবদিহিমূলক নাগরিক সংগঠন গঠনের লক্ষ্যে একযোগে কাজ করার প্রতিশ্রুতি বাক্ত করেন।
“কেমন নাগরিক সংগঠন চাই?” শীর্ষক আঞ্চলিক সংলাপে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি ও নেতৃবৃন্দের সক্রিয় উপস্থিতি ছিল। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং সিএসও আঅ্যালায়েন্স-এর নির্বাহী কমিটির সদস্য শাহীন আনাম। তিনি বাংলাদেশের নাগরিক সংগঠনের পাঁচ দশকের যাত্রা, অর্জন ও স্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বিগত ৫০ বছরে নাগরিক সংগঠনগুলো কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্রঋণ ও দক্ষতা উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। একইসঙ্গে নারী ক্ষমতায়ন, আইনগত সহায়তা, পরিবেশ সুরক্ষা, দুর্যোগ মোকাবিলা ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রেও সংগঠনগুলোর অবদান রয়েছে। তিনি বলেন, ‘মানুষ শুধু ভাত-কাপড় নয়, অধিকার ও স্বাধীনতা চায় সেই চাহিদাকে কেন্দ্র করেই আমাদের কাজ।” সবার অধিকার নিশ্চিত করতে নাগরিক সংগঠনগুলোর সম্মিলিত অঙ্গীকার ও কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।
রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সানেক মেয়র মিজানুর রহমান মিনু, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ইসলামী আন্দোলনের রাজশাহী জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, হেফাজতে ইসলামের রাজশাহী আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ। তালহা, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ইমরান ইমন। তাঁরা সকলেই নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে নাগরিক সংগঠনের গুরুত্ব ও ভূমিকা নিয়ে মত প্রকাশ করেন। বিশেষভাবে তরুণ সমাজকে বিভ্রান্তির হাত থেকে রক্ষা করে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
শিক্ষাবিদদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তাঁরা নাগরিক সমাজ ও শিক্ষাক্ষেত্রের সংযোগ, গণতান্ত্রিক চর্চা এবং সচেতনতা বৃদ্ধিতে শিক্ষকদের ভূমিকা তুলে ধরেন। সরকারি
প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, যিনি নাগরিক সমাজ ও রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
সিএসও অ্যালায়েন্সের পক্ষ থেকে সমাপনী বক্তব্য প্রদান করেন সিএসও অ্যালায়েন্স-এর সহ-আহবায়ক ব্যারিস্টার সারা হোসেন, নির্বাহী পরিচালক, ব্লাস্ট এবং সিএসও অ্যালায়েন্স-এর সহ-আহ্বায়ক আসিফ সালেহ, নির্বাহী পরিচালক, ব্র্যাক। তাঁরা নাগরিক সমাজের ভবিষ্যৎ করণীয় ও নীতিগত অবস্থান তুলে ধরে বলেন, এই সংলাপ ছিল বিভিন্ন মত ও পথের বৈচিত্র্যে সমৃদ্ধ একটি উন্মুক্ত মঞ্চ, যেখানে সবাই মিলে বাংলাদেশের নাগরিক সমাজের ভবিষ্যৎ নিয়ে ভাবনার সুযোগ পেয়েছেন।
বাংলাদেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে ব্যারিস্টার সারা হোসেন বলেন, “আমরা এমন এক বাস্তবতায় এসে পৌঁছেছি, যেখানে আগে যাঁরা কথা বলতে পারেননি, তাঁরাও এখন বলছেন-ভবিষ্যতেও বলবেন। আমাদের সংগ্রামের ইতিহাস ভুলে গেলে চলবে না। সব বেসরকারি সংস্থা এক রকম নয়-কেউ কেউ বিদেশি অনুদানে চললেও, অনেকেই ন্যায়সংগতভাবে পরিবেশ, বৈষমাসহ বিভিন্ন ইস্যুতে কাজ করছে।” তিনি আরও বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় মতের ভিন্নতা থাকবেই। তাই পছন্দ না হলেও, অন্যের কথা শোনার সংস্কৃতি গড়ে তুলতে হবে। নির্বাচনী প্রক্রিয়া কেমন হবে, তা নিয়ে সচেতনভাবে অংশগ্রহণ করাও আমাদের দায়িত্ব।”
সংলাপে আসিফ সালেহ বলেন, “নাগরিক সংগঠনগুলোকে এখন স্বনির্ভর হয়ে প্রান্তিক মানুষের অধিকার ও গণতন্ত্রকে শক্তিশালী করতে আরও সক্রিয় হতে হবে। সরকার, রাজনীতি, গণমাধ্যম ও নাগরিক সমাজ-সব পক্ষকে একত্রে কাজ করে একটি জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে।”
সিএসও প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাইর সভাপতি সফিউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ফাদার প্যাট্রিক গোমেজ। তরুণ প্রতিনিধিদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তাসিন খান ও ফৌজিয়া নৌরিন তাঁদের বক্তব্যে তরুণ সমাজের প্রত্যাশা এবং অংশগ্রহণের সুযোগ ও প্রতিবন্ধকতা তুলে ধরেন।
মতবিনিময় পর্বে জুলাই আন্দোলনের শহীদ সাকিব আজুমের পিতা উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘ভালো মানুষদের নিয়ে গবেষণার গুরুত্ব রয়েছে এবং তাঁদের যথাযথ সম্মান নিশ্চিত করা জরুরি। আলোচনায় বক্তারা মত প্রকাশ করেন যে, দেশে একটি ভালো রাজনৈতিক সংস্কৃতি গড়ে না উঠলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। সিএসও অ্যালায়েন্সের আঞ্চলিক সংলাপে কে এ এম মোর্শেদ, সদস্য, নির্বাহী কমিটি, সিএসও অ্যালায়েন্স এবং উর্ধ্বতন পরিচালক, ব্র্যাকসহ স্থানীয় গণ্যমান্য অনেক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।