শীর্ষ নিউজ

দুদকের সাবেক চেয়ারম্যান মশহুদের নামে মামলার আবেদন

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে “জালিয়াতি ও ভিত্তিহীন অভিযোগ” তুলে মামলা দায়েরের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে মামলা গ্রহণের আবেদন করা হয়েছে।

রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে এই আবেদন করেন হারুন অর রশিদ নামের একজন নাগরিক।

আবেদনে যাদের আসামি করা হয়েছে তারা হলেন, সাবেক দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, সাবেক কমিশনার হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোকলেস উর রহমান।

বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান হাসান জানান, “আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ২৫ মে আদেশের জন্য দিন ধার্য করেছেন।”

আবেদনে অভিযোগ করা হয়, আসামিরা একাধিক গোপন বৈঠকের মাধ্যমে মিথ্যা অভিযোগ সৃষ্টির পরিকল্পনা করেন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যা বাংলাদেশের প্রচলিত আইনে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button