চাঁপাইনবাবগঞ্জ

ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জঃ সাপ্তাহিক ছুটিসহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল শুক্রবার ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত ৯ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ স্থলবন্দরের ম্যানেজার মাইনুল ইসলাম।

সোনামসজিদ স্থলবন্দরের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে ৯ দিন সব ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে, আগামী ৫ এপ্রিল শনিবার থেকে বন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

এদিকে সোনামসজিদ স্থল শুল্ক স্টেশনের ডিপুটি কমিশনার নুর-উদ্দীন মিলন জানান, পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে বন্দরে কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন বিভাগ খোলা থাকবে এবং দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা এ পথ দিয়ে যেতে পারবেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button