ক্রিকেটশীর্ষ নিউজ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার লীগে তেজগাঁও ক্লাব

আজ রবিবার ২৩ মার্চ, ২০২৫ প্রত্যয় স্পোর্টস ক্লাবের সাথে জয় নিশ্চিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার লীগে উঠেছে তেজগাঁও ক্লাব। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় তেজগাঁও ক্লাব।

প্রথমে ব্যাট করতে নেমে ১৯৫ রান সংগ্রহ করে প্রত্যয় স্পোর্টস ক্লাব। জয়ের লক্ষ্যে ব্যাট করে ১৯৬ রান করে জয়লাভ করে তেজগাঁও ক্লাব। এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার লীগে উঠেছে তেজগাঁও ক্লাব।

উল্লেখ্য, বাছাইপর্বে মোট ৬০ দল অংশগ্রহণ করবে। সবমিলিয়ে ম্যাচ সংখ্যা ১২০টি। এরপর সুপার লিগ মাঠে গড়াবে। সেখান থেকে সেরা ১২ দল মাঠে নামবে। ১২ দল নিয়ে দুটি গ্রুপ করা হবে। সেখানে ম্যাচ হবে ৩০টি। দুই গ্রুপে থাকা পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি করে দল তৃতীয় বিভাগ ক্রিকেটে নাম লেখাবে।

তৃতীয় বিভাগ বাছাইপর্ব মোট সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সিটিক্লাব, পিকেএসপি-১, পিকেএসপি-২, শামসুজ্জোহা স্পোর্টস কমপ্লেক্স, তেগুরিয়া স্টেডিয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ, মাসকো সাকিব ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে খেলাগুলো অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button