মধ্যরাতে নিরাপত্তা কর্মীদের মাঝে ইবি ছাত্রদলের সেহরি বিতরণ


ইবি প্রতিনিধি: মধ্যরাতে ক্যাম্পাসে কর্মরত নিরাপত্তা কর্মীদের মাঝে সেহরি বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
বুধবার (১৯ মার্চ) ভোররাতে ছাত্রদলের কর্মীরা এ কর্মসূচি পালন করে। এসময় ক্যাম্পাসের আবাসিক হল, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও বিভিন্ন ফটকে দায়িত্বরত প্রায় ৩০ জন নিরাপত্তা কর্মীদের মাঝে সেহরি উপহার প্রদান করে বলে জানান সংগঠনটি।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নির্দেশনায় সংগঠনটির সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভ, রাকিব হাসান সাক্ষর, সাইফুল্লাহ আল মামুন ও শামীমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিরাপত্তায় দায়িত্বরত এক আনসার সদস্য বলেন, বিভিন্ন সময়ে আমাদের কাছে বিভিন্ন ছাত্রসংগঠন আসে। এর আগেও ছাত্রদলের এক ভাই আমাদের মাঝে ইফতারি দিয়েছে। এছাড়া সংগঠনগুলো অন্যান্য হেল্প করে আমাদের। তবে এই প্রথম কেউ সেহরি নিয়ে এসেছে আমাদের কাছে। আমার কাছে ভালো লাগছে। তাদের প্রতি কৃতজ্ঞতা।
সংগঠনটির সদস্য নুর উদ্দিন জানান, আমরা চাই ছাত্রদলের নামে ভালো শিরোনাম হোক। ভালো কাজের প্রতিযোগিতা অব্যাহত থাকবে।
সংগঠনটির সদস্য রাফিজ আহমেদ বলেন, ছাত্রদল সবসময় ইতিবাচক কাজের মাধ্যমে ক্যাম্পাসের প্রতিটি মানুষের কাছে পৌছতে চায়। কোনো অন্যায় ও খারাপ কাজের সাথে জড়িত হয়ে আমরা খবরের শিরোনাম হতে চাই না। আমরা এর আগেও শিক্ষার্থীদের নিয়ে গণইফতার কর্মসূচি করেছি। এইসকল ভালো কাজের মাধ্যমে আমরা মানুষের কাছে জাতীয়তাবাদী আদর্শের প্রচার ঘটাতে চাই।