মালিবাগ ক্রিকেট ক্লাবের সাথে ৫ উইকেটে তেজগাঁও ক্লাবের জয়


তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের যোগ্যতা নির্ধারণী ম্যাচে মালিবাগ ক্রিকেট ক্লাবের সাথে ৫ উইকেটে জয়লাভ করেছে তেজগাঁও ক্লাব।
প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে মালিবাগ ক্রিকেট ক্লাব ২৯৯ রান সংগ্রহ করে। ৩০০ রানের টার্গেট নিয়ে ৫ উইকেট হাতে রেখেই কাঙ্খিত লক্ষ্য অর্জন করে তেজগাঁও ক্লাব।
তেজগাঁও ক্লাবের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান আসে শফিক উজ জামান এর ব্যাট থেকে। এছারা মোকলেছুর রহমান ৬৯ রান, রাজিন শেখ ৬৭ রান, সজিব রানা ৩৮ রান, সাকিব আহমেদ ১ রান, হাবিব খান ৫ রান, মোঃ রুবেল ৯ রান সংগ্রহ করেছে।
সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছে রাজিন শেখ। এছারা মোকলেছুর রহমান ২ উইকেট, ফয়জুল্লাহ ফাহিম ১ উইকেট, মোঃ ইফতেখার তাজ ১ উইকেট, ইশতিয়াক আশফাক ১ উইকেট সংগ্রহ করেছে।
উল্লেখ্য, বাছাইপর্বে মোট ৬০ দল অংশগ্রহণ করবে। সবমিলিয়ে ম্যাচ সংখ্যা ১২০টি। এরপর সুপার লিগ মাঠে গড়াবে। সেখান থেকে সেরা ১২ দল মাঠে নামবে। ১২ দল নিয়ে দুটি গ্রুপ করা হবে। সেখানে ম্যাচ হবে ৩০টি। দুই গ্রুপে থাকা পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি করে দল তৃতীয় বিভাগ ক্রিকেটে নাম লেখাবে।
তৃতীয় বিভাগ বাছাইপর্ব মোট সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সিটিক্লাব, পিকেএসপি-১, পিকেএসপি-২, শামসুজ্জোহা স্পোর্টস কমপ্লেক্স, তেগুরিয়া স্টেডিয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ, মাসকো সাকিব ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে খেলাগুলো অনুষ্ঠিত হবে।