সৌদিতে দলে যোগ দিলেন ইতালি প্রবাসী ফাহামিদুল


এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারত ম্যাচকে সামনে রেখে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করতে ৩০ ফুটবলার নিয়ে সৌদি আরবে গিয়েছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। সেখানে দলের সঙ্গে যোগ দিয়েছেন ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম।
সোমবার (১০ মার্চ) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী ও ইতালি প্রবাসী ফাহামিদুল বাদে বাকি ২৮ ফুটবলার নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় দলের আবাসিক ক্যাম্প শুরু করেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
বিজ্ঞাপন
ইতালি প্রবাসী এই ফুটবলার যোগ দেওয়ায় জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড় দাঁড়ালো ২৯ জন। হামজা দলের সঙ্গে যোগ দেবেন ১৮ মার্চ ঢাকায়। ২৩ সদস্যের দল নিয়ে ক্যাবরেরা ভারতের শিলং যাবেন ২০ মার্চ।
এশিয়ার ২৪টি দেশ ৬ গ্রুপে ভাগ হয়ে খেলবে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে। গ্রুপ চ্যাম্পিয়নরা পাবে ২০২৭ সালে সৌদিতে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট।
তৃতীয় রাউন্ডে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ ভারত, হংকং ও সিঙ্গাপুর। চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা তৈরি করতে বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ম্যাচ ভারতের বিপক্ষেই। দুই দেশের প্রথম ম্যাচ আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে, ফিরতি ম্যাচ ঢাকায় ১৮ নভেম্বর।