ক্যাম্পাস

ধর্মতত্ত্ব অনুষদের বিভাগ কোড ইউজিসি কর্তৃক অনুমোদনের আশ্বাস ইবি উপাচার্যের

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত বিভাগের কোড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক নিবন্ধিত হয়নি তবে শিগগিরই এ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আল-হাদিস এ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ বলেন, আপনারা শুধু আমাদের শিক্ষার্থী নন, আপনারা বিশ্বমানের শিক্ষার্থী। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত থাকুন। যারা উচ্চশিক্ষার জন্য অন্য বিশ্ববিদ্যালয়ে যাবেন, আপনাদের অর্জিত জ্ঞানকে দ্বীনের খেদমত তথা মানব কল্যাণ্যের জন্য ব্যয় করতে হবে। তারা আমাদের সঙ্গে সেই প্রতিষ্ঠানের সম্পর্ক দৃঢ় করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বিভাগের সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম, থিওলজি এ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী এবং বিভাগের প্রতিষ্ঠানকালীন সভাপতি অধ্যাপক ড. আ.খ.ম ওয়ালী উল্লাহ উপস্থিত ছিলেন।

এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধর্মতত্ত্ব অনুষদের সংবর্ধনা কমিটির সভাপতি অধ্যাপক ড. এ টি এম কেরামত আলী।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button