বান্দরবান

বান্দরবানে ত্রিবেণী লেডিস ক্লাবের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে সেনা জোনের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ ৯ ফেব্রুয়ারি রবিবার সকালে সেনা জোনের আয়োজনে ত্রিবেণী লেডিস ক্লাবের পক্ষ থেকে জোন মাঠ প্রাঙ্গনে শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ত্রিবেণী লেডিস ক্লাবের সভানেত্রী উপস্থিত থেকে অসহায় মানুষদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা মানুষের সেবাই কাজ করে যাচ্ছে। তারাই ধারাবাহিকতায় আজকে পার্বত্য জেলা বান্দরবানে সকল অসহায় নিপীড়িত শীতার্ত মানুষের পাশে ত্রিবেণী লেডিস ক্লাব সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যৎ তো এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পরিশেষে ২৭০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button