কালিগঞ্জে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা


মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে এই র্যালি শুরু হয়। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল “মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ”। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে নেতৃবৃন্দ ছাত্রশিবিরের আদর্শ ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন।
এ র্যালিতে নেতৃত্ব দেন কালীগঞ্জ আদর্শ থানা সভাপতি এ এইচ মর্তুজা, কালীগঞ্জ পৌর সভাপতি আরাফাত হোসেন, কালীগঞ্জ পূর্ব থানা সভাপতি সবুজ হোসেন ও কালীগঞ্জ দক্ষিণ আদর্শ থানা সভাপতি ইব্রাহিম হোসেন। এছাড়াও র্যালিতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের চলমান দুর্নীতি, বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে ছাত্রশিবির সবসময় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিগত ১৭ বছর ধরে আমাদের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও দমন-পীড়ন চালানো হয়েছে, কিন্তু আমরা আদর্শিক আন্দোলন থেকে একচুলও সরিনি। ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ছাত্রশিবির অবিচল থেকে কাজ করে যাবে।
শৃঙ্খলাবদ্ধ ও উদ্দীপনাপূর্ণ এই কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে এবং সংগঠনের নেতাকর্মীরা আগামীর পথচলায় নতুন প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।