কুষ্টিয়া

কুষ্টিয়া-২ সাবেক এমপি কামারুল আরেফিনের মায়ের দাফন সম্পন্ন

মিরপুর প্রতিনিধিঃ কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামারুল আরেফিন এর মাতা হাজী খোদেজা খাতুন ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ছেড়ে মরহুম হাজী আব্দুল্লাহ মোহাম্মদ আলাউদ্দিন (মাষ্টার) এর সহধর্মিণী হাজী খোদেজা খাতুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে মিরপুর উপজেলার আমলা সদরপুরের আমতলা এলাকায় হাজী খোদেজা খাতুন এর মৃত দেহ নিজ বাস ভবনে রাখা হয়। বাদ মাগরিব আমতলা জামে মসজিদের পাশে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

এদিকে মরহুমার জানাজা নামাজে হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুর দুরান্ত থেকে ছুটে আসেন স্বজনেরা। মায়ের মৃত্যুতে সাবেক এমপি আলহাজ্ব কামারুল আরেফিন তার ফেসবুক আইডিতে শোক বার্তা জানান। মরহুমার আত্মার শান্তি কামনায় পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া চেয়েছেন এবং আল্লাহ যেনো তাকে জান্নাতবাসী করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button