আল ইনসান ফাউন্ডেশন বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম


আরফান আলী, শেরপুর জেলা প্রতিনিধি: অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান আল ইনসান ফাউন্ডেশন বাংলাদেশ দেশের শিক্ষা, সংস্কৃতি, এবং দাওয়াহ কার্যক্রমের পাশাপাশি মানবিক সহায়তা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকেই প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা, পুনর্বাসন, এবং চিকিৎসা সেবার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খরিয়া কাজিরচর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় বিধবা ও বৃদ্ধা মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আল ইনসান ফাউন্ডেশন। গত সোমবার (২০ জানুয়ারি) রাতে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের তীব্রতায় কষ্ট পেয়ে থাকা এই অসহায় শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে, রাতের অন্ধকারে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়া হয়।
এই মহতী উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাইমিনুল ইসলাম আল আযহারী। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য নাজমুল হাসান নাসির আজহার, রকি, ইউসুফ, বাবু, আরিফ, সালমান, রাজ্জাক, সুলতান, আজিম, উজ্জ্বল, আলমগীর, এবং আব্দুল্লাহ প্রমুখ।
ফাউন্ডেশনের সদস্যরা জানান, শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য তারা এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রান্তে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে যাবে আল ইনসান ফাউন্ডেশন।
আল ইনসান ফাউন্ডেশন বাংলাদেশের মানবসেবার পথচলা নতুন নয়। দেশের বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও পুনর্বাসনের কাজ করে ফাউন্ডেশনটি ইতোমধ্যে সাড়া ফেলেছে। অসুস্থদের চিকিৎসা সহায়তা প্রদানের ক্ষেত্রে তাদের অবদানও প্রশংসনীয়।
“মানুষের জন্য মানুষ” এই মন্ত্রে উজ্জীবিত আল ইনসান ফাউন্ডেশন ভবিষ্যতেও মানবতার সেবায় নিজেদের উজাড় করে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।