শেরপুর

রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

আরফান আলী, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে দীর্ঘ এক বছর পথ চলার পর রূপসী শেরপুর “স্বেচ্ছাসেবী সংগঠনের” সকল সদস্যদের মতামতের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে রুবেল মৃধাকে সভাপতি ও শরিফ উদ্দিন বাবুকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

শনিবার (১১ জানুয়ারী) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়, যা গত ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে রূপসী শেরপুর “স্বেচ্ছাসেবী সংগঠন”-এর আহ্বায়ক এম.এ রায়হান ও সদস্য সচিব আবু হানিফ আহ্বায়ক কমিটির মাধ্যমে এক বছর মেয়াদী নতুন এই কমিটির অনুমোদন প্রদান করেন।

উল্লেখ্য, সামাজিক ও মানবিক কাজে প্রতিজ্ঞাবদ্ধে ২০২০ সালে আত্মপ্রকাশ করে সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক এ রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠন।

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ স্বপন মির্জা, সহ-সভাপতি মোঃ আবু সাঈদ (সুজন), মোঃ আরমিন, মোঃ হাফিজুর রহমান, মোঃ রাজু মৃধা, খন্দকার মনির হাসান, মোঃ জাহিদুল ইসলাম (জাদিদ), মোঃ রাশেদুল ইসলাম (রাজু)।

সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সোহানুর রহমান সোহান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ লিজু মাহমুদ, মোঃ হাবিব হাসান (সৌরভ), ফারদিন আহম্মেদ (জয়), মোঃ ফাহিম বিন সিদ্দিক, মোঃ আরফান আলী, নাইমুল ইসলাম (নিশাত), মোঃ নাহিদুল ইসলাম (নাহিদ), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন, মাসুম বিল্লাহ ফাহিম, দস্তগীর আবির, মোঃ রিফাদুল ইসলাম (রিফাত), মোঃ আল-আব্দুল্লাহ, মোঃ সেলিম আহম্মেদ, সুবাহানুল ইসলাম সিয়াম, অর্থ সম্পাদক মোঃ শাহরিয়ার হাসান, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল আলিম, প্রচার সম্পাদক মোঃ মোজাম্মেল হক, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ লিমন সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান (মারুফ), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তাকবির হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ হৃদয় সরকার, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ গোলাম রাব্বানী, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ সাব্বির হোসেন (সবুজ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান (তানজীল), পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আল-আরেফিন (আরাফ), কার্যকরী সদস্য মোঃ তুহিন মিয়া, মোঃ শাওন মিয়াসহ প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রুবেল মৃধা বলেন, করোনাকালীন সময়ে জনসচেতনাতা বৃদ্ধির জন্য লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার বিতরণ, অসহায় শীতার্তদের পাশে দাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী শেরপুরে টিম। ‘সমাজের দরিদ্র, নিপীড়িত, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমরা নিরলস পরিশ্রম করে যাব। এই সংগঠন মানুষের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকবে।’

সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, আমরা ২০২৪ সালে সারাদেশে বন্যাকবলীত মানুষের মাঝে উপহার সামগ্রী পাঠায় ও শেরপুর জেলায় বন্যায় আমাদের টিম

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button