কুষ্টিয়া

সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি:সাদ পন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা ও টঙ্গী ইজতেমা ময়দানে হত্যাকারীদের ফাঁসি ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জেলা হেফাজতে ইসলামের আয়োজনে শহরের বড় বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে সমাবেশে রুপ নেয়। সমাবেশে জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাঃ আব্দুল খালেক এর সার্বিক পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খান সহ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সাথীবন্ধুরা।

এদিকে বিক্ষোভ মিছিলে বিভিন্ন প্লেকার্ডে দেখা যায়, টঙ্গী ময়দানে হামলাকারীদের বিচার চাই, স্টেপ ডাউন ইন্ডিয়া এজেন্ট সাদ গ্রুপ, সন্ত্রাসী সংগঠন হিসেবে যে যে ধারায় ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সে সে ধারায় সাদ অনুসারীদের নিষিদ্ধ করতে হবে। কুরআন হাদিসের অপব্যাখ্যাকারী সাদিয়ানী থেকে মুসলমান সাবধান। সন্ত্রাসী সাদ অনুসারীদের নিষিদ্ধ করো, করতে হবে। সন্ত্রাসীদের গডফাদার, ওয়াসিফ, ওসামা মুয়াজ ও আনোয়ার আব্দুল্লাহ সহ জড়িত সকলকে গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে।

এছাড়াও বক্তারা বলেন, টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদ পন্থীদের অতর্কিত হামলায় ৪ জন শহীদ, অসংখ্য আহত, নিখোঁজদের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার, শাস্তি ও সাদ পন্থীদের নিষিদ্ধের দাবি জানান। গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার গভীর রাতে ঢাকার টঙ্গী ইজতেমার ময়দানে বিতর্কিত মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা উলামায়ে কেরাম সমর্থিত তাবলিগের ঘুমন্ত সাথীদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা, নির্মম হত্যাকাণ্ড ও দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা মারপিট, খুন ও জখমের ভয়াবহ চিত্র দেশবাসীর সামনে পরিষ্কার হয়েছে। ইতিপূর্বেও ২০১৮ সালের ১লা ডিসেম্বরেও তারা এরকম হত্যাকান্ড ঘটিয়েছিল। এর থেকে প্রতীয়মান হয় যে, তারা সন্ত্রাসী গোষ্ঠী। এই সাদ পন্থীরা আমাদের ধারনা মতে ভারতের “র” এর এজেন্ট কর্তৃক পরিচালিত হচ্ছে। তারা দেশকে অস্তিশীল করার জন্য একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বা যাবে। দেশকে ষড়যন্ত্র মুক্ত করতে হলে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের সকল কার্যক্রম বন্ধ করার ব্যবস্থ্য করতে হবে। সাথে সাথে মাঃ সাদ কান্ধলভী এর দৃষ্টি ভঙ্গি ও চিন্তাধারাগুলো বিগত প্রায় বিশ বছর ধরে তার বিভিন্ন বয়ানে উঠে আসছিল।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button