মাগুরা

মাগুরায় দীর্ঘ ১৫ বছর পর মিটুর হত্যা মামলার আসামি গ্রেফতার

মতিন রহমান, মাগুরা: দীর্ঘ ১৫ বছর আগে মো. মিটুর হোসেন (২০) নামে এক যুবককে হত্যা করা হয়। আলোচিত এই হত্যাকান্ডের ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করে নিহতের পরিবার। ওই মামলার অন্যতম আসামি সিদ্দিক মুন্সি (৫৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। নিহত মিটুর হোসেন মাগুরা সদর উপজেলার সংকোচখালী গ্রামের সালাম মুন্সির ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হাবিবুর রহমান এই প্রতিবেদককে মুঠোফোনে জানান, গত ২১ এপ্রিল ২০০৯ সালে মাগুরা সদরের গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালী গ্রামে তাহাজ্জুদ মোল্যার তিল বোনা জমিতে সকালে মিটুর হোসেনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় একাধিক ব্যাক্তিকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করে নিহতের বাবা নূরুল ইসলাম ফকির। মামলা নং-৩৩। উক্ত মামলাটি কয়েকবার স্থগিতাদেশ হলেও ২০১৬ সালে পুনরায় স্থগিতাদেশ খারিজ হলে ২০২৪ সালে পিআইবি যশোরকে তদন্ত দেওয়া হলে হত্যাকান্ডের রহস্য উন্মোচিত হয়। হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামি হিসেবে সিদ্দিক মুন্সি সরাসরি জড়িত থাকার বিষয় রয়েছে।

পিবিআই জানায়, যশোরের ইনচার্জ রেশমা শারমিনের নেতৃত্বে ঘটনার দীর্ঘ ১৫ বছর পর বুধবার (৮ জানুয়ারি) আসামি সিদ্দিক মুন্সিকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে পিআইবি পরে (৯ জানুয়ারি ) আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত ও আসামি গ্রেফতারের কাজ চলমান রয়েছে। উক্ত মামলার বাদী নূরুল ইসলাম ফকির গত ২০১৯ সালে মৃত্যুবরণ করেছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button