গণমাধ্যম

অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশের কাগজ এর উদ্বোধন

সাইমুন ইসলাম সাইফুল্লাহ: সত্যের নতুন দিগন্ত স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করেছে অনলাইন নিউজ পোর্টাল ❝বাংলাদেশের কাগজ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের কাগজের সম্পাদক কাজী সাঈদুল ইসলাম সাঈদ।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের কাগজের সম্পাদক কাজী সাঈদুল ইসলাম সাঈদ, নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন আনু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিপুর থানা অফিসার্স ইনচার্জ মো: তরিকুল ইসলাম, কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক মো: শাখাওয়াত হোসেন, কুয়াকাটা পৌর বিএনপি সভাপতি আঃ আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুয়াকাটা শাখার আমীর মাওলানা মঈনুল ইসলাম মান্নান, লতাচাপলী ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান,সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রমূখ। এছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশের কাগজের ব্যবস্থাপনা সম্পাদক সাইদুর রহমান সাইদ।

শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের কাগজ এর সম্পাদক কাজী সাইদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু। কোরআনুল কারীম থেকে তেলোয়াত করেন সাধারণ সম্পাদক হোসাইন আমির।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে অতিথিরা বলেন, এই কাগজটির ডিজাইন, কন্টেন্ট নিউজ আইটেম প্রথম সারির কাগজগুলোর চেয়ে কম নয়। আশা করি আগামীদিনগুলোতে এই কাগজ সম্মানের স্থান দখল করবে। সত্য প্রকাশে অবিচল থাকবে। সকল ধরনের অসংগতি তুলে ধরার মাধ্যমে বাংলাদেশের কাগজ সকল পাঠকের আস্থা অর্জন করবে বলে জানান অতিথিরা।

এসময় বাংলাদেশের কাগজ এর সম্পাদক কাজী সাইদ জানান,মূলত উপকূল অঞ্চলের বৈষম্য দূর করতে এবং অবহেলিত জেলে,কৃষক ও পর্যটনের কথা তুলে ধরতে এই কাগজ কাজ করবে। সত্যের সন্ধানে পথ চলবে বাংলাদেশের কাগজ।

নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন আনু বলেন, হাজারো গণমাধ্যমের ভীড়ে বাংলাদেশের কাগজ সততা ও নিষ্ঠার সাথে সংবাদ প্রচার করবে। হলুদ ও অপ-সাংবাদিকতা রোধে বাংলাদেশের কাগজ সব সময় সচেষ্ট থাকবে।

উদ্বোধনী আলোচনা সভা শেষে কেক কেটে এই নিউজ পোর্টালটির যাত্রা শুরু করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button