গণমাধ্যম

নয়াদিল্লি-লন্ডনের নতুন প্রেস মিনিস্টার ফয়সাল-আকবর

ভারতের নয়াদিল্লি এবং যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে দুই সাংবাদিককে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার দুই বছরের চুক্তিতে তাদের এই পদে নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাংলাদেশ হাইকমিশনের যুক্তরাজ্য মিশনে নিয়োগ পেয়েছেন বিবিসি ঢাকা ব্যুরোর জ্যেষ্ঠ সাংবাদিক আকবর হোসেন মজুমদার। অন্যদিকে, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল মাহমুদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তারা প্রেস মিনিস্টার পদে যোগদান করার আগে অন্য যেকোনো পেশা, ব্যবসা, সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগ করবেন। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। সূত্র : ইউএনবি

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button