ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে এস.ডি টেলিভিশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মামুনুর রহমান, ঈশ্বরদী, পাবনা: রাষ্ট্রের উন্নয়নের অংশীদার প্রকৃত সাংবাদিকরা সমাজের নিষ্পেশিত-নির্যাতিত মানুষের ভরসাস্থল বলে জানিয়েছেন, জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচীব ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না।
বুধবার রাত দশটায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে এসডি টেলিভিশনের রাজশাহী বিভাগীয় স্টাফ রিপোর্টারের পক্ষ থেকে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনাসভা, কেক কেটে মিষ্টিমুখ করণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রউফ জোয়াদ্দার বিপুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান, সহ-সাধারণ সম্পাদক ডাক্তার মাসুম হাসান, এস ডি টেলিভিশনের রাজশাহী বিভাগীয় ষ্টাফ রিপোর্টার হারুন-অর-রশিদ, মামুনুর রহমান সহ-সাধারণ সম্পাদক ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব ও এস ডি টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি এবং তরঙ্গ নিউজ পাবনা জেলা প্রতিনিধি, সহ- সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন, আনিসুর রহমান সেখম, শহিদুল ইসলাম আকুল, মোস্তফা কামাল, মমিন উদ্দিন ও ইউসুফ আলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কেক কেটে মিষ্টিমুখ করনের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সকল প্রকার শহীদ ও প্রয়াত ব্যক্তিদের আত্নার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।