বরিশাল

কলাপাড়ায় ঘূর্ণিঝড় দানায় ক্ষতিগ্রস্ত ১৩ বসতঘর, উপড়েছে বহু গাছ

সাইমুন ইসলাম সাইফুল্লাহ: কুয়াকাটায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৩ ঘর বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার কুয়াকাটার তাহেরপুর গ্রামে এই ঘটনা ঘটে। প্রবল ঝড়ে গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে যায়।

স্থানীয়রা জানান, হঠাৎ প্রবল বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস শুরু হলে ঘরবাড়ি ভেঙে পড়ে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর মধ্যে বৃহস্পতিবার নাগাদ কুয়াকাটা উপকূলে হঠাৎ দমকা বাতাসের প্রভাবে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং গাছপালা উপড়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

তাহেরপুর গ্রামের ক্ষতিগ্রস্ত ইব্রাহিমের ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। একই এলাকার আবুতালেবের বাড়িতে গাছ উপড়ে পড়ে ঘর ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাবুল সরদারের বসতঘরের চাল ও বেড়া বাতাসে উড়িয়ে নিয়ে যায়। দুলাল, কামাল, রুবেল, বেল্লাল, রিয়াজ, গিয়াস উদ্দিন, হালিম ও মোশাররফের ঘরের উপর গাছ পড়ে সম্পূর্ণ ঘর ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শী মাওলানা আব্দুর জব্বার বলেন, ‘প্রবল বাতাসের কারণে মুহূর্তের মধ্যে এলাকায় অনেক ঘরবাড়িসহ গাছপালা উপড়ে যায়। এতে এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।’

জামাল সরদার বলেন, ‘প্রচন্ড বাতাসের কারণে আমাদের মসজিদের অর্ধেক চাল উড়ে গেছে। এ সময় কিছু গাছও উপড়ে যায়।’

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল বলেন, ‘খোঁজখবর নিয়ে জানতে পেরেছি লতাচাপলি ইউনিয়নের তাহেরপুরে ১৩টি টিনের ঘর ও অনেকগুলো গাছ উপড়ে পড়েছে দমকা হাওয়ার ফলে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button