ক্রিকেটাররা কে কোথায় ঈদ উদযাপন করবেন?

0
64

আন্তর্জাতিক ক্রিকেটে ঠাসা সূচির কারণে অনেক সময়ই ক্রিকেটারদের পরিবার, প্রিয়জনদের ছেড়ে ঈদ করতে হয়। কখনো দেশে আবার কখনো দেশের বাইরেও ঈদ পালন করেছেন ক্রিকেটাররা। তবে এবার তেমন ব্যস্ততা নেই। শ্রীলঙ্কা সিরিজের পর ঢাকা প্রিমিয়ার লিগের নবম রাউন্ডের খেলা শেষ হওয়ার পর ক্রিকেটারদের ছুটি মিলেছে। তাই এবারের ঈদুল ফিতর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সুযোগ পাচ্ছেন সাকিব, তামিম, মুশফিক, তাসকিনরা।

ঈদ উদযাপনে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। সেই তালিকায় অন্য সবার মতো আছেন ক্রিকেট মাঠের তারকারাও। এবার অধিকাংশ ক্রিকেটারই ছুটে গিয়েছেন আপন ঠিকানায়। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঈদ করবেন রাজশাহীতে। ঢাকা লিগের খেলা শেষ হওয়ার পরপরই পরিবার নিয়ে তার গন্তব্য হয় রাজশাহীতে। ঈদের পর ঢাকা লিগের খেলা শুরু ১৫ এপ্রিল। এর আগ পর্যন্ত সেখানেই ছুটি কাটানোর কথা রয়েছে তার।

মুশফিকুর রহিম ইনজুরির কারণে শ্রীলঙ্কা সিরিজ খেলতে পারেননি। ঢাকায় কিছুদিন থেকে মুশফিক গিয়েছেন বগুড়ায়। ঈদ সেখানেই কাটাবেন মুশফিক। ছুটিতেও তার ট্রেনিং চলছে। দুদিন আগে নেটে ব্যাটিং করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সাবেক অধিনায়ক।

জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক সাকিব আল হাসান উমরাহ পালন করতে গিয়েছেন সৌদি আরবে। আজ রাতে তার দেশে ফেরার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে সাকিব ঈদ পালন করতে পারেন মাগুড়াতে। সাংসদ নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম ঈদ। তাই নিজের নির্বাচনী এলাকাতে এবার সময় দিতে পারেন তিনি।

মাহমুদউল্লাহ রিয়াদ পরিবার নিয়ে ঈদ করবেন ময়মনসিংহে। অবকাশ পেলেই বাবা-মার কাছে ছুটে যান মাহমুদউল্লাহ। এবারের ঈদটা তার কাটবে ময়মনসিংহে। ঢাকার বাইরে ঈদ করার তালিকাতে রয়েছেন মিরাজ, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেনরা। চাঁদপুরে ঈদ করবেন মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন চট্টগ্রামে, রিশাদ হোসেনের ঈদ নীলফামারীতে।

তাসকিন বরাবরের মতো ঢাকাতেই ঈদ করবেন। তামিম ইকবালও আছেন ঢাকাতে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইলে ঈদ করবেন জানা গেছে। মোস্তাফিজুর রহমান ব্যস্ত আইপিএল খেলায়। চেন্নাই সুপার কিংসের সতীর্থদের সঙ্গেই তার ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে।

এদিকে নারী ক্রিকেটাররাও রয়েছেন ছুটিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরপরই তারা ছুটি পেয়েছেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সহ বাকিরা পরিবারের সঙ্গেই ঈদ পালন করবেন। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই ঈদের পর তাদের ব্যস্ততাও থাকবে বেশ।

ঈদের পর শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততা ও জিম্বাবুয়েকে আতিথেয়তা দেওয়ার প্রস্তুতি। ১৫ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের দশম রাউন্ডের খেলা শুরু হবে। ১৮ এপ্রিল জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হওয়ার কথা রয়েছে। ২৩ এপ্রিল থেকে চট্টগ্রামে শুরু হবে ক্যাম্প।