চট্টগ্রামের জোরারগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন আটক

0
89

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে জোরারগঞ্জে করেরহাট টু খাগড়াছড়ি সড়কের পাশে সেগুন বাগানের ভিতর থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন ডাকাত আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

শনিবার ৩০ ডিসেম্বর রাত ৪ টায় অফিসার ইনচার্জ, জনাব আবদুল্লাহ আল হারুন, জোরারগঞ্জ থানা, চট্টগ্রাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আব্দুল হালিমসহ পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউপিস্থ করেরহাট টু খাগড়াছড়ি সড়কের পাশে কালাপানিয়া ব্রীজের লেবু আড়তের দক্ষিণে সেগুন বাগানের ভিতর ডাকাতির প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করিয়া, শাকিল খান(২৩), পিতা- মোঃ নুরুল হক প্রকাশ নুরুল হুদা প্রকাশ কালা মিয়া, মাতা-হাছিনা আক্তার, সাং-পূর্ব হিংগুলি(উত্তর ইসলামপুর) ০৯নং ওয়ার্ড, ০২নং হিঙ্গুলী ইউনিয়ন, থানা- জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম, মোঃ শহিদ মিয়া(৩৯), পিতা-মৃত গোলাম রাব্বানী, মাতা-ছলিমা খাতুন, সাং- পূর্ব দূর্গাপুর(দরবেশ আলী ভূইয়া বাড়ী), ১নং ওয়ার্ড, ৮নং দূর্গাপুর ইউনিয়ন, থানা- জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম, মোঃ তাজুল ইসলাম প্রঃ রানা প্রঃ লাল চান বাদশা(২২), পিতা-আবু রোশেন প্রঃ শুক্কুর, মাতা-মৃত আয়েশা বেগম, সাং- মেহেদীনগর, ০৬নং ওয়ার্ড, ০২নং হিঙ্গুলী ইউনিয়ন, থানা- জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম, মোঃ আল আমিন(২১), পিতা-আবু বক্কর ছিদ্দিক, মাতা-মনোয়ারা বেগম, সাং-রসুলপুর(স্বর্ণ লতা বাড়ী), থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী, বর্তমান ঠিকানা- চিনকির আস্তানা(জাহাঙ্গীর এর ভাড়া বাসা), ২নং ওয়ার্ড, বারইয়ারহাট পৌরসভা, থানা-জোরারগঞ্জ,জেলা-চট্টগ্রামদেরকে আটক করেন। এই সময় ধৃত ব্যক্তিদের হেফজত হইতে ০১ টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি), ০১ রাউন্ড কার্তুজ, ০২(এক)টি রাম দা, ০১ টি কাঠের হাতলযুক্ত ধারালো ছুরি, ০১ টি ষ্টিলের বাটযুক্ত ধারালো ছুরি ও ০১ টি প্লাসিকের হাতলযুক্ত রড উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাহারা উল্লেখিত ঘটনাস্থলে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করিয়া ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে সমবেত হয়েছিল মর্মে পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। ধৃত ব্যক্তিগনের বিরুদ্ধে মধ্যে আসামী শাকিল খান(২৩) এর বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক, ডাকাতি প্রস্তুতি, দুস্যুতা সহ একাধিক মামলার আসামী এবং ০৪টি গ্রেফতারী পরোয়ানা আছে, মোঃ শহিদ মিয়া এর বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক, ডাকাতি প্রস্তুতি, দুস্যুতা, সহ ১১টি মামলা রয়েছে, আসামী মোঃ তাজুল ইসলাম প্রঃ রানা প্রঃ লাল চান বাদশা(২২) এর বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক, ডাকাতি প্রস্তুতি, দুস্যুতা সহ ০৩টি মামলা রয়েছে, আসামী মোঃ আল আমিন এর বিরুদ্ধে চুরি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে।

অফিসার ইনচার্জ জনাব আবদুল্লাহ আল হারুন বলেন, ধৃত ব্যক্তিগন চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন অপরাধ সংঘটন করিয়া আসছিল। ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র হেফাজতে রাখা ও ডাকাতির প্রস্তুতি সংঘটনের চেষ্টার অপরাধে পৃথক দুইটি মামলায় গ্রেফতার পূর্বক আসামীদেরকে চট্টগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।