চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ

0
36

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে অসুস্থ্য, দুঃস্থ, অসহায়, গরিব প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করেছে বিজিবি ৫৯ ব্যাটালিয়ন।

আজ শনিবার সকাল ১০ টার দিকে বিজিবি ৫৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে এ ব্যাতীক্রম উদ্যোগ গ্রহণ করা হয়।

ব্যাটালিয়নের মেডিকেল অফিসার বিভিন্ন ধরনের রোগীদের চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় ঔষুধ সরবরাহ করেন।

এসময় উপস্থিত ছিলেন, রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া, উপ-অধিনায়ক মেজর এস.এম. ইমরুল কায়েসসহ অন্যান্যে কর্মকর্তারা।

রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাটালিয়নের আশপাশের অসুস্থ্য, দুঃস্থ, অসহায়, গরিব সাধারণ মানুষের জন্য বিনামূল্যে নিজস্ব মেডিক্যাল অফিসার দ্বারা চিকিৎসা প্রদান হয়। সেই সাথে ব্যাটালিয়নের নিজস্ব ঔষুধ প্রদান করা হয়। দুপুর পযন্ত প্রায় ৫০০ জন রোগীকে সেবা প্রদান করা হয়।

আর সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ পেয়ে খুব আনন্দীত। আগামীতে এ ধরনের উদ্যোগ চান চিকিৎসা নিতে আসা রোগীরা।