এমপি প্রাণ গোপালের স্ত্রীর স্বর্ণের ভরি ৯৫৫ টাকা

0
195

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমপি ডা. প্রাণ গোপাল দত্ত। তিনি নির্বাচনি হলফনামায় তার স্ত্রীর প্রতি ভরি স্বর্ণের দাম দেখিয়েছেন ৯৫৫ টাকা। অথচ বর্তমান বাজারে স্বর্ণের ভরি লাখ টাকা ছাড়িয়ে গেছে। হলফনামায় প্রাণ গোপালের এমন ঘোষণা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। প্রাণ গোপাল হলফনামায় উল্লেখ করেছেন, বিয়েতে উপহার হিসাবে ২২ ভরি স্বর্ণ পান তার স্ত্রী জয়শ্রী রায় জয়া। এর দাম ধরা হয়েছে ২১ হাজার টাকা। সে হিসাবে প্রতি ভরি স্বর্ণের দাম পড়েছে ৯৫৫ টাকা। একই হলফনামায় অস্থাবর সম্পত্তি হিসাবে নিজের ২৫ ভরি স্বর্ণ থাকার কথা উল্লেখ করেন নৌকার এ প্রার্থী। যার দাম ধরা হয় চার লাখ ৫২ হাজার টাকা। সে হিসাবে তার নিজের মালিকানায় থাকা স্বর্ণের ভরির দাম পড়েছে ১৮ হাজার ৮০ টাকা। এছাড়া ওই সংসদ-সদস্য বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকানসহ অন্য খাত থেকে নিজ এবং নির্ভরশীল মিলিয়ে বছরে ভাড়া পান ১৪ লাখ ১০ হাজার টাকা। শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত আছে নিজ এবং নির্ভরশীলদের নামে ১ কোটি ৫৬ লাখ ২২ হাজার ৫০৯ টাকা। চিকিৎসা, শিক্ষকতা, আইন এবং পরামর্শ দিয়ে বছরে আয় করেন প্রায় দুই কোটি টাকা।

চাকরি থেকে নিজ এবং নির্ভরশীলদের আয় ৩৬ লাখ টাকা। সম্মানি পান ১ কোটি ১৩ লাখ ৪ হাজার ৪২৫ টাকা। নগদ অর্থ আছে ৯১ লাখ ৮ হাজার ৫৬৬ টাকা। বৈদেশিক মুদ্রা (ইউএস ডলার) আছে ৪৩ হাজার ৩৭১। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৪ কোটি ১৩ লাখ ৪ হাজার ২৪০ টাকা। বন্ড, ঋণপত্র ও স্টক এক্সচেঞ্জে শেয়ার আছে ৫ কোটি ৫৬ লাখ ৪ হাজার ৩৯৭ টাকার। তিনটি ব্যক্তিগত গাড়ি রয়েছে। ৬ লাখ ১০ হাজার টাকা মূল্যের ইলেকট্রনিক ডিভাইস ও আসবাবপত্র আছে ৫ লাখ ৫০ হাজার টাকার। ঢাকার ইন্দিরা রোডে ফ্ল্যাট, উত্তরা, পূর্বাচল এবং চট্টগ্রামে প্লটসহ বেশকিছু কৃষি জমি রয়েছে। বাংলাদেশ জুয়েলারি সমিতি কুমিল্লা শাখার সভাপতি শাহ মো. আলমগীর খান জানান, বাজারদর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৯ হাজার ৬৭৫ টাকা। আর ২১ ক্যারেটের দাম এক লাখ ৪ হাজার টাকা।