দিনাজপুর

দিনাজপুর-৬ আসনে একজনের মনোনয়ন পত্র বাতিল

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তৃতীয় দিনে দিনাজপুর-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ নেওয়াজের মনোনয়ন পত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।

নিয়ম অনুযায়ী সংসদীয় আসনের মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর লাগে। ভোটারের নমুনায় তথ্যের গরমিলের কারনে জেলা রিটানিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছে। তবে তার মনোনয়নপত্র বাতিলের বিষয়ে আপিলের সুযোগ রয়েছে।

রোববার দুপুরে জেলা রির্টানিং অফিসের হলরুমে যাচাই বাছাই কার্যক্রম শেষে এসব তথ্য জানা যায়।

এ আসনে বৈধ প্রার্থী হিসেবে থাকলেন শিবলী সাদিক এমপি (আওয়ামী লীগ), মো. ফিরোজ সুলতান আলম (জাতীয় পাটি) , শাহ আলম বিশ্বাস (জাসদ) এবং স্বতন্ত্র প্রার্থী ড. আজিজুল হক চৌধুরী।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button