ঢাবি ইসলামিক স্টাডিজ অ্যালামনাই এসোসিয়েশনের সা.সম্পাদক জবি প্রক্টর ড. মোস্তফা কামাল

0
145

জবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (জবি) ইসলামিক স্টাডিজ অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশিদ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। শনিবার (১৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী ও দ্বিবার্ষিক সাধারণ সভা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভা শেষে নির্বাচন কমিশন ৫৭ সদস্য বিশিষ্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি ঘোষণা করে। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. মোস্তফা কামাল ছাড়াও এ কমিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের একাধিক শিক্ষক বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ড. মুহাম্মদ খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে এ জি এম সাদিদ জাহান, প্রকাশনা সম্পাদক ড. মোঃ ইব্রাহীম খলীল, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ড. মোবারক হোসেন, নির্বাহী সদস্য হিসেবে অধ্যাপক ড. নজরুল ইসলাম ও ড. মোঃ রেজাউল ইসলাম নির্বাচিত হয়েছেন।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ঐতিহাসিক বিভাগ ইসলামিক স্টাডিজ বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় যেই ৬ টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে তাদের মধ্যে একটি এই বিভাগ। এই বিভাগে অনেক বিখ্যাত মানুষ পড়াশোনা করেছেন। গুরুত্বপূর্ণ এ দ্বায়িত্ব পেয়ে গর্বিত বোধ করছি। পুনর্মিলনী অনুষ্ঠানে বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ হতে বিভিন্ন শিক্ষাবর্ষের ৫৫ জন শিক্ষার্থীকে এককালীন ৫ হাজার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ সংখ্যা আরো বাড়বে। বিভাগের উন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশন সার্বিক সহযোগীতা করতে প্রস্তুত।