ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ফাইনালে ভারতের দেয়া ২৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহর বোলিং তোপে চাপে অস্ট্রেলিয়া। ইতোমধ্যে অস্ট্রেলিয়া তিন ইন-ফর্ম ব্যাটার ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ ও স্টিভেন স্মিথের উইকেট হারিয়ে।
ভারতের ছুড়ে দেওয়া ২৪১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার ওয়ার্নারের উইকেট হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৩ বলে ৭ রান করে ওয়ার্নার ভারতীয় পেসার শামির বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর মিচেল মার্শ ভালো শুরুর ইঙ্গিত দিলেও ফিরেছেন দ্রুতই। ১৫ বলে তার ১৫ রানের ইনিংস থামে বুমরাহর বলে উইকেটকিপার লোকেশ রাহুলের হাতে ক্যাচ তুলে দিলে। এরপর বুমরাহর বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন স্মিথ। তিনি ৯ বলে ৪ রান করেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিরাট কোহলির ৫৪, লোকেশ রাহুলের ৬৬ ও রোহিত শর্মার ৪৭ রানের ইনিংসে ভর করে সবকটি উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে ভারত।