রাণীশংকৈলে শতবর্ষী কালী মেলা

0
121

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দুরে প্রত্যন্ত অঞ্চলে রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও বারোঘরিয়ায় মঙ্গলবার (১৪ নভেম্বর ) বিকাল থেকে জমে উঠেছিল ঐতিহ্যবাহী শতবর্ষী কালী মেলা আর মেলার সমাপ্তি ঘটে রাত আটটার মধ্যেই। একদিনের এই কালীর মেলাকে কেন্দ্র করে মেলা কমিটির আয়োজন ছিল চোখে পড়ার মতো। মেলাটি পরিণত হয় এ এলাকার মানুষের মিলন মেলায়।

প্রতি বছরের মতো এবারও এই মেলার আয়োজন করেন স্থানীয় মেলা কমিটি। মঙ্গলবার সকাল থেকেই উপজেলার সিদলী স্কুল মাঠ সংলগ্ন দক্ষিণ পাশেই কালীমন্দির ঘিরে নানান রকমারি খেলনা ও মনমুগ্ধকর খাবারের দোকানে গ্রাম থেকে ছুটে আসা নারী-পুরুষের ভীর দেখা যায়।

উত্তরের এ উপজেলার সমতল মানুষের হৃদয়ে মেশানো এই মেলাটি অনেকটাই সনাতন ধর্মাবলীদের শতবর্ষী মিলন মেলা হিসেবে খ্যাত।

জানা যায় দীর্ঘদিন থেকেই এ এলাকার মানুষের উৎসব হিসেবে কালীপুজা মেলার আয়োজন হয়ে আসছে।
মেলা ঘিরে ঢাকঢোল, মাইক, সাউন্ড বক্সের বাজনায় এক অন্য রকম পরিবেশ সৃষ্টি হয়। বিকেলের পর সন্ধ্যা হতেই জমে উঠে মেলায় হাজার হাজার মানুষের ঢল।যদিও রাত ৮ টার পরেই মেলার সমাপ্তি ঘটে। সনাতন ধর্মের মানুষ ছাড়াও এই মেলাটিতে স্থানীয় নানান ধর্মের লোকজনের ভীর ছিল লক্ষণীয়।

উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী কালী মেলাতে বেড়াতে আসা রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক অধ্যক্ষ সইদুল হক বলেন, ‘ ঐতিহ্যপূর্ণ এই মেলাটি দীর্ঘদিন থেকে এভাবেই প্রতিবছর হয়ে আসছে। এই এলাকার মানুষের দুঃখে- সুখে আমন্ত্রণ পেয়ে আমি এখানে ছুটে আসি। মূলতঃ প্রতিবছরে কালী পূজার এই মেলাটি সনাতন ধর্মাবলি মানুষের মিলন মেলায় রূপান্তরিত হয়। ‘

রাণীশংকৈল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বসাক বলেন, দীর্ঘদিনের হয়ে আসা মেলাটি দেখতে আমরা প্রতি বছর এখানে ছুটে আসি। আজ পরিবার পরিজন নিয়ে আনন্দের সময় কাটালাম। ‘

বারো ঘরিয়া কালী পূজা মেলা কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা আওয়ামী নেতা অচিন্ত্য রায় জানান, বাপ দাদার সময় কাল অর্থাৎ পাকিস্তান পিরিয়ডের আগেই এ কালী মেলার আয়োজন আমরা দেখে আসছি । প্রতি বছরের ন্যায় আমরা এই মেলা করে থাকি। ‘