ঢাকা
জাতীয় শোক দিবসে বিনামূল্যে চিকিৎসাসেবা দেবে বিএসএমএমইউ

আগামীকাল (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হবে।সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।এ দিন রোগীদের কয়েকটি রুটিন পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ বিনামূল্যে প্রদান করা হবে।জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া সকাল ৮টা ৫০ মিনিটে বহির্বিভাগে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করবেন।
জাতীয় দিবসে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ। বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামালের কবরে পুষ্পস্তবক অর্পণ। ১৫ আগস্টে শাহাদাৎবরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজত, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান এবং বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরানখানি, মিলাদ-মাহফিল। এ ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীদের প্রার্থনা অনুষ্ঠান।