বিশ্বকাপে দুত্যি ছড়িয়ে মাস সেরা রাচিন

0
77

সময়টা দারুণ কাটছে রাচিন রবীন্দ্রর। বিশ্বকাপে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে চলা নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার পেয়েছেন দারুণ এক স্বীকৃতি। আইসিসি ‘প্লেয়ার অব দা মান্থ’ পুরস্কার জিতেছেন কিউই তরুণ। নারী ক্রিকেটে দ্বিতীয়বার এই সম্মাননা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউস।

বিশ্বকাপ দিয়ে প্রথমবার টপ-অর্ডারে ব্যাটিংয়ের সুযোগ পান রবীন্দ্র। সুযোগ কাজে লাগিয়ে পুরো মাসে দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতের জাসপ্রিত বুমরাহ, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কককে পেছনে ফেললেন তিনি। অক্টোবরে খেলা ছয় ম্যাচে ৮১.২০ গড়ে রবীন্দ্র করেন ৪০৬ রান সঙ্গে নেন ৩ উইকেট। বিশ্বকাপে তার ব্যাট থেকে তিনটি সেঞ্চুরি পেয়েছে নিউজিল্যান্ড।

নারীদের পুরস্কারে বাংলাদেশের নাহিদা আক্তার ও নিউ জিল্যান্ডের এমিলিয়া কারকে টপকে গেছেন ম্যাথিউস। অলরাউন্ড নৈপুণ্যে পুরো মাস রাঙিয়ে ২০২১ সালের নভেম্বরের পর ফের মাস সেরার পুরস্কার জিতলেন ক্যারিবিয়ান অধিনায়ক।