আন্তর্জাতিক

ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে চলমান পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন মিডিয়ার বরাত দিয়ে আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই বিষয়ের সঙ্গে জ্ঞাত মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইউক্রেন বেশকিছু এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাবে। এটি ৩০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। রুশ বাহিনীর সম্মুখসারির পেছনেও গভীরে এ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে পারবে কিয়েভ বাহিনী।

এদিকে গতকাল শুক্রবার ক্রিমিয়া কৃষ্ণ সাগর প্রণালিতে রুশ নৌ বাহিনীর সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন বাহিনী। ব্রিটেন ও ফ্রান্স থেকে পাওয়া স্ট্রম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে সর্বোচ্চ ১৫০ মাইল দূরে আঘাত হানা সম্ভব।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি নিউজ এবং ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে জানিয়েছে, জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলেছেন কিয়েভ বেশকিছু এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাবে। গত বৃহস্পতিবার দুই নেতা হোয়াইট হাউজে সাক্ষাৎ করেছেন।

আসন্ন সপ্তাহগুলোতে ইউক্রেন এসব অস্ত্র পাবে বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে। তবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র উভয় সরকারিভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ৫৭৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button