৫৫ কেজি সোনা চুরি: রাজস্ব কর্মকর্তাসহ তিন আসামি ফের রিমান্ডে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামের লকার থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় করা মামলায় দুই রাজস্ব কর্মকর্তাসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম শান্তা আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৩ সেপ্টেম্বর আট আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
রিমান্ডে পাঠানো আসামিরা হলেন সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম সাহেদ ও সিপাহী মো. আফজাল হোসেন। এছাড়া কারাগারে পাঠানো আসামিরা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা আকরাম শেখ, মাসুম রানা এবং সিপাহী মোজাম্মেল হক, নিয়ামত হাওলাদার, রেজাউল করিম।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রাশেদুল ইসলাম রাজস্ব কর্মকর্তাসহ তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় পাঁচ দিনের রিমান্ড এবং অপর পাঁচ আসামিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর দিবাগত রাতে বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামের লকার ভেঙে চুরি করেছে ৫৫ কেজি স্বর্ণ চুরি হয়ে যায়। পরদিন ৩ সেপ্টেম্বর রাতে বিষয়টি জানাজানি হয়। এরপর ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন।