হিজলায় খাদ্যবান্ধব কর্মসূচি আওতায় উপকারভোগীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মত বিনিময় সভা

0
184

পলাশ দাস, হিজলা প্রতিনিধি:বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচি আওতায় (রেশন কার্ড) উপকারভোগীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর সোমবার বিকাল চারটায় গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ পংকজ নাথ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহজাহান তালুকদার,থানা অফিসার ইনচার্জ জুবায়ের। সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি পংকজ নাথ তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে, উন্নত সমৃদ্ধশালী দেশ গড়তে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানায়।

উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ বলেন, দেশের সকল গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে বিভিন্ন ধরনের ভাতা চালু করছেন বর্তমান সরকার। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন বয়স্ক ভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি, তৃতীয় লিঙ্গ, বেঁদে জনগোষ্ঠীর বিশেষ ভাতা, শিক্ষাবৃত্তি খাদ্য বান্ধব কর্মসূচী, ভূমিহসহ গৃহ নির্মাণ সহ ৮১ প্রকার সুযোগ সুবিধা চালু করছেন। আমরা এ সকল সুযোগ-সুবিধা দেওয়ার জন্য বদ্ধপরিকর। আপনারা যে কোন সমস্যার জন্য আমাদের কাছে আসবেন আমরা এগুলো দেখে সমাধান করার চেষ্টা করব।

এসময় গুয়াবাড়িয়া ইউনিয়নের সাড়ে তিন হাজার খাদ্য বান্ধব কর্মসূচির উপকারভোগী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন ।