কুয়েট ভাইস-চ্যান্সেলরের সাথে খুবি ভাইস-চ্যান্সেলরের সৌজন্য স্বাক্ষাত
আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভাইস-চ্যন্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন।
০৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কুয়েট ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে সৌজন্য স্বাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় কুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্র্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী উপস্থিত ছিলেন।
এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যন্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেনকে ফুল দিয়ে স্বাগত জানান কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও কুয়েট ভাইস-চ্যান্সেলরকে বিভিন্ন স্বারক উপহার প্রদান করা হয়। সৌজন্য স্বাক্ষাতকালীণ সময়ে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় ভাইস-চ্যান্সেলর শিক্ষক এবং শিক্ষার্থীদের উৎকর্ষ সাধনে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।