ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শহিদিও বলছেন, টস জিতলে ব্যাটিং বেছে নিতেন তারা।

শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে এশিয়া কাপ অভিযান শুরু করে বাংলাদেশ। বি-গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তাই জয়ের বিকল্প নেই সাকিব আল হাসনদের সামনে।

বাংলাদেশ জিতলেই যে সুপার ফোরে পৌঁছে যাবে এমন নয়। সেক্ষেত্রে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে সাকিবদের। তবে হারলে বিদায় নিশ্চিত। টুর্নামেন্টে আফগানদের এটিই প্রথম ম্যাচ।

২০০৮ সালের পর এই প্রথম পাকিস্তানে ম্যাচ খেলছে বাংলাদেশ। আফগানিস্তান খেলছে প্রথমবারের মতো।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button