হিজলায় রহমান এন্ড নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
হিজলা প্রতিনিধি : রহমান এন্ড নেছা ফাউন্ডেশনের পক্ষথেকে বরিশালের হিজলা উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, কওমীয়া ও হাফিজীয়া মাদ্রাসার ২০২৩ শিক্ষাবর্ষের মেধাবী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার ২৬ আগস্ট সকাল দশটায় উপজেলার সরকারি সংহতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত থেকে রহমান এন্ড নেছা ফাউন্ডেশনের পক্ষে ৩৭৭জন শিক্ষার্থীদের হাতে বৃত্তির সম্মানী ও পুরস্কার তুলে দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব ব্যারিস্টার এ.এম মাছুম। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন কাসেমুল উলূম ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মোঃ সালাহ্ উদ্দিন খান।
হিজলা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এবং ধুলখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন মাতুব্বরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এনায়েত হোসেন হাওলাদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও আগত শিক্ষার্থীবৃন্দ।