আন্তর্জাতিক

প্রিগোজিনকে বহনকারী বিমানের ডাটা রেকর্ডার উদ্ধার

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার প্রধানকে বহনকারী বিমানের ধ্বংসস্তূপ থেকে ফ্লাইট রেকর্ডার উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় প্রিগোজিনের ব্যক্তিগত বিমান ‘এমব্রেয়ার লিগেসি’ রাশিয়ার রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ শহরে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। বিমানটিতে ক্রুসহ মোট ১০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন।

বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ থেকে ১০ জনের মরদেহ ও ফ্লাইট রেকর্ডার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা রেকর্ডার থেকে ঠিক কী কারণে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে তা জানা যাবে। এ ছাড়া দেহাবশেষের আণবিক জিন বিশ্লেষণের মাধ্যমে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হবে।

প্রিগোজিনের মৃত্যুর ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত থাকতে পারে, এমন মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের নেভাদায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন ইঙ্গিত দেন। এ ছাড়াও মার্কিন গোয়ন্দারা দাবি করেছেন, পুতিনের নির্দেশেই প্রিগোজিনকে হত্যা করা হয়েছে।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ক্রেমলিন প্রিগোজিনকে মেরে ফেলার নির্দেশ দিয়েছে–এ কথা ‘ডাহা মিথ্যা’।

অন্যদিকে প্রিগোজিনের মৃত্যুর পরদিন বৃহস্পতিবার টেলিভিশনে দেয়া এক বক্তব্যে পুতিন বলেন, ‘কুঝেনকিনো অঞ্চলে বিমান দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, তাদের সবার পরিবারের সদস্যদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। এটা খুবই হৃদয়বিদারক একটি দুর্ঘটনা ছিল।’

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button