ক্রিকেট

অনুশীলনে ফিরলেন মাহমুদউল্লাহ

এশিয়া কাপের দলে নেওয়া হয়নি তাকে। বিশ্বকাপের দলেও মাহমুদউল্লাহ রিয়াদের হবে কি না, তা নিয়ে যথেষ্টই সংশয় তৈরি হয়েছে। সংশয়টা তৈরি হয়েছে বিসিবির কর্তা ও নির্বাচকদের কর্ম-কৌশল আর কথা বার্তাতেই। মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে বাংলাদেশের সাধারণ ক্রিকেটপ্রেমীদের মনে তৈরি হয়েছে প্রচণ্ড হতাশা। প্রশ্ন জেগেছে মনে, তবে কি মাহমুদউল্লাহ রিয়াদকে ছুড়েই ফেলা হচ্ছে! এই অবস্থার মধ্যেই মিলল একটু আশার সংবাদ। অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ অনুশীলনে ফিরেছেন।

গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছেন মাহমুদউল্লাহ। তবে এশিয়া কাপে ডাক পাওয়া ক্রিকেটারদের সঙ্গে নয়, দীর্ঘদিন পর অনুশীলনে ফেরা মাহমুদউল্লাহ অনুশীলন করেছেন ব্যাক-আপ ক্রিকেটারদের সঙ্গে। গতকাল শুধু ফিল্ডিং অনুশীলন করতেই দেখা গেছে তাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অনুশীলনে বেশ হাসিখুশিই দেখা গেছে মাহমুদউল্লাহকে। তার এই হাস্যোজ্জ্বল অনুশীলন কী কোনো আশার বার্তা দিচ্ছে?

এশিয়া কাপে ডাক পাওয়া ক্রিকেটাররা মিরপুরেই চূড়ান্ত প্রস্তুতি সেরে নিচ্ছেন। সামনেই যেহেতু বিশ্বকাপ, তাই মূল দলের পাশাপাশি ব্যাক-আপ ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্পও চলছে মিরপুরেই। এশিয়া কাপের দলে জায়গা না পেলেও মাহমুদউল্লাহ ব্যাক-আপ ক্রিকেটারদের ক্যাম্পে ছিলেন বলেই জানা গিয়েছিল প্রথমে। কিন্তু তাকে অনুশীলনে দেখা যায়নি। গত সোমবার জাতীয় দলের যে ২৫ জন ক্রিকেটার ভারতে যাওয়ার ভিসার আবেদন করেছেন, সেখানেও ছিলেন না রিয়াদ। কেন তিনি অনুশীলন করছেন না, কেন ভারতে যাওয়ার ভিসার আবেদন করেননি? খোঁজ নিয়ে জানা গেছে, মায়ের অসুস্থতার কারণে রিয়াদ আসলে গত কয়দিন ক্যাম্পেই ছিলেন না। তবে ক্যাম্পে ফিরে এসে গতকালই নেমে পড়েন অনুশীলনে। তবে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।

৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহ জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে সিরিজ-কোনোটাতেই ছিলেন না তিনি। ‘বিশ্রাম’-এর নাম করে বাদ দেওয়া হয় তাকে। মাহমুদউল্লাহ ছিলেন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ সিরিজেও। তারপরও আশা ছিল, অভিজ্ঞতার ভিত্তিতে হয়তো এশিয়া কাপের দলে ফিরবেন মাহমুদউল্লাহ। কিন্তু মিনহাজুল আবেদীন নান্নুর নির্বাচক কমিটির ঘোষিত ১৭ সদস্যের এশিয়া কাপের দলে তার জায়গা হয়নি।

এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দেওয়ায় প্রচন্ড হতাশ বাংলাদেশের সাধারণ ক্রিকেটপ্রেমীরা। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনাও হয়েছে। এমনকি মাহমুদউল্লাহ সমর্থকগোষ্ঠী তাদের প্রিয় তারকাকে দলে ফেরানোর জন্য জাতীয় প্রেসক্লাব এবং মাহমুদউল্লাহের জন্মশহর ময়মনসিংহে মানববন্ধনও করেছে। কিন্তু এখনো পর্যন্ত তার কোনো ফল মেলেনি। এখন সবার প্রশ্ন একটাই—এশিয়া কাপে বঞ্চিত হওয়া মাহমুদউল্লাহ রিয়াদের কি বিশ্বকাপ দলে ঠাঁই হবে? বিশ্বকাপের মতো মঞ্চে মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটারের অভিজ্ঞতা দলের জন্য খুব প্রয়োজনও। একই সঙ্গে এ কথাও বলা যায়—বিশ্বকাপ দলে জায়গা পাওয়াটা মাহমুদউল্লাহর প্রাপ্যও।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button