আন্তর্জাতিক

ইউক্রেনের প্রথম শস্যবাহী জাহাজ তুরস্কে পৌঁছেছে

রাশিয়ার অবরোধ সত্ত্বেও কৃষ্ণ সাগর বন্দরের করিডোর দিয়ে ইউক্রেনের শস্যবাহী প্রথম জাহাজ তুরস্কের বসফরাস প্রণালি অতিক্রম করেছে। এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার (১৮ আগস্ট) রয়টার্সের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার হংকংয়ের পতাকাবাহী জোসেফ শুল্ট নামের মালবাহী জাহাজকে তুরস্কের বসফরাস প্রণালি অতিক্রম করতে দেখা গেছে।

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ চলাবস্থায় জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানিতে বাধা না দিতে ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ (বিএসজিআই)’ চুক্তিতে সই করে রাশিয়া।

কিন্তু গত জুন মাসে সেই চুক্তি থেকে সরে আসে মস্কো। এর মধ্য দিয়ে রাশিয়ার নৌবাহিনী ইউক্রেনের বন্দরগুলোকে কার্যত অবরুদ্ধ করে ফেলে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button