এক ওভারে ৭ ছক্কায় ৪৮ রানের বিশ্বরেকর্ড!

0
108

ক্রিকেটকে বলা হয় ‘ভদ্রলোকের খেলা’। তবে মাঠের ২২ গজে মাঝে মাঝে এমন বিচিত্র সব ঘটনা সৃষ্টি হয় যা দেখে মনে হওয়ার জো নেই যে এটা ভদ্রলোকের খেলা। এমনি এক বিচিত্র রেকর্ড দেখা গেল আফগানিস্তানের টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগে। এবার এক ওভারে দেখা গেল সাত ছক্কার সঙ্গে একটি চার। ওভারে ওয়াইড-নো বল মিলিয়ে এলো ৪৮ রান, যা একেবারে বিশ্বরেকর্ড!
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

এর আগে টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে এক ওভারে ৩৭ রান করে করেছিলেন ক্রিস গেইল ও রবীন্দ্র জাদেজা। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৬ ছক্কা হাঁকিয়ে ৩৬ রান তুলেছিলেন ভারতের যুবরাজ সিং ও উইন্ডিজ তারকা ব্যাটসম্যান কাইরন পোলার্ড। তবে এবার যে রেকর্ড হয়েছে তা এক কথায় অবিশ্বাস্য।

শনিবার (২৯ জুলাই) আফগানিস্তানের কাবুল প্রিমিয়ার লিগে শাহিন হান্টারস ও আবাসিন ডিফেন্ডারস ম্যাচে এক ওভারের ৪৮ রানের বিশ্ব রেকর্ড হয়েছে। ম্যাচে আবাসিন ডিফেন্ডারসের স্পিনার আমির জাজাইয়ের বলে তাণ্ডব চালিয়ে ১ ওভারে ৪৮ রান করেন শাহিন হান্টারসের ব্যাটসম্যান সাদিকুল্লাহ আতাল।


সাদিকুল্লাহ আতাল

ম্যাচের ১৯তম ওভারে আমির জাজাই ওয়াইড, অতিরিক্ত ৪, নো বল সবই করেছেন। তার প্রথম বলেই ছক্কা মারেন সাদিকুল্লাহ। তবে আম্পায়ার নো-বল ডাকেন। পরের বলটি ওয়াইড করেন জাজাই। সেই বলও বাউন্ডারিতে যায়। পরের ছয়টি বলে ছয়টি ছক্কা মারেন অটল। ফলে এক ওভারে ৪৮ রান ওঠে।

আর আগের ৩ ওভারে ৩১ রান দেওয়া জাজাই স্পেল শেষ করেন ৭৯ রান দিয়ে। আর সেই ওভারের আগে সাদিকুল্লাহ অপরাজিত ছিলেন ৭৬ রানে। ওই এক ওভারেই শতরান করেন তিনি। ৫৬ বলে ১১৮ রান করে অপরাজিত থাকেন সাদিকুল্লাহ।

প্রিমিয়ার লিগে যে ইনিংস খেলেছেন সাদিকুল্লাহ, তার পরে হয়তো আফগানিস্তানের জাতীয় দলের দরজা আরও খুলে গেল তার জন্য। আফগানিস্তানের জাতীয় দলের হয়ে যদিও অভিষেক হয়ে গেছে তার। চলতি বছরের মার্চে পাকিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি।