গোপালপুরে কুরবানী গরুর হাটে বেচা বিক্রি কম

0
79

মোঃ নুর আলম গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে পৌরসভার সবচেয়ে বড় গরুর হাট কোনাবাড়ী বাজারের গরুর হাট এই হাত প্রতি শনিবারে বিভিন্ন স্থান থেকে গরু ছাগল ও মহিষ এসে পাইকার ও বিক্রেতা তাদের গরু ক্রয় বিক্রয় করে থাকে, কিন্তু ঈদের বাকি আর মাত্র ৪ দিন তাই, গোপালপুর পৌরসভার সাধারণ ক্রেতা এতদিন আগে ক্রয় করবে না, তাই অনেকে কুরবানী গরু ক্রয় করেননি।

কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য ঈদের বাজারের তুলনায় এবার সবচেয়ে বেশি খাসি উঠেছে। দামোদ তুলনামূলকভাবে অনেক কম।

ন্যারোল্লা গরু ব্যবসায়ী আব্দুল আজিজ বলেন আটটি গুরু নিয়ে এসেছিলাম সবগুলোই বিক্রি করা হয়েছে , কিন্তু খুব একটা লাভ হয়নি। তবে গোপালপুর হাটে গরু বেচাকেনা অনেক কম হয়েছে।

গোপালপুর হাট ইজারা মালিক মোঃ শাহিন ভূঁইয়া বলেন ঈদের বেশ করেছি কিছুদিন বাকি থাকায় কুরবানীর হাটে কুরবানী পশু ক্রয় বিক্রয় অনেক কম,