উইন্ডোজের দুই সংস্করণে কাজ করবে না গুগল ড্রাইভ

0
196

গুগল ড্রাইভ ছাড়া এখন টিকে থাকাই মুশকিল। সব তথ্য বা ডাটা অনেকে ড্রাইভে রাখতেই পছন্দ করেন। সেই গুগল ড্রাইভ উইন্ডোজের দুটি সংস্করণে আর ব্যবহার করা যাবে না।

উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ৮.১ সংস্করণে আর গুগল ড্রাইভ ব্যবহার করা যাচ্ছে না। অপারেটিং সিস্টেম হালনাগাদ না করলে আর এই দুই সংস্করণ কাজ করবে না বলে জানিয়েছে গুগল।

উইন্ডোজ ১১ এর উপর এখন বাড়তি জোর দেওয়া হচ্ছে, এমন সময় বেশ কিছু সার্ভিস না পাওয়াটাই স্বাভাবিক। এখনো অনেকে উইন্ডোজ ৭, ৮ এবং পুরনো সংস্করণ অনেক কম্পিউটারে ব্যবহার করা হচ্ছে। এবার আর তা করা যাচ্ছে না। বিষয়টি যে মোটেও সুখবর নয় তা আর বলে দিতে হবে না।

উইন্ডোজ ৮ ও উইন্ডোজ ৮.১ সংস্করণ থেকেও ক্রোম ব্রাউজারের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে গুগল। ফলে উইন্ডোজ ৮ ও উইন্ডোজ ৮.১ সংস্করণে চলা যন্ত্রে চাইলেও ক্রোম ব্রাউজারের হালনাগাদ নিরাপত্তা–সুবিধা ব্যবহার করা যায় না।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ