মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত কৃষ্ণ সাহার পাশে দাড়ালেন সনাতন সেবক সংসদ কালীগঞ্জ

0
981

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: মানবিক সেবাই বড় ধর্ম,আর এই ব্রত নিয়ে অসহায় দুস্থ মানুষের পাশে থেকে কাজ করে চলেছে সনাতন সেবক সংসদ গ্রুপ কালীগঞ্জ।

বুধবার ৭ মে ২০২৩ সন্ধ্যায় মানবিক সহায়তা নগদ অর্থ প্রদান করেন কৃষ্ণ সাহার (২৭) পরিবারের কাছে ।কৃষ্ণ সাহা একটা কোম্পানির গাড়ী চালায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে যশোরে সদর হাসপাতালে ভর্তি করলে ডাক্তার তার শরীরের অবস্থা দেখে উন্নতি চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গুতে নিয়ে যাওয়ার কথা বলেন। তার চিকিৎসার জন্য সনাতন সেবক সংসদ কালিগঞ্জ সড়ক দুর্ঘটনায় আহত কৃষ্ণ সাহার পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে। মানুষের সেবাই সব চেয়ে গুরুত্বপূর্ণ। মানব ধর্মই বড় ধর্ম। তাই সব সময়ই ধর্ম-বর্ন নির্বিশেষে অসহায়, দারিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করছে সনাতন সেবক সংসদ।এই পর্যন্ত সনাতন সেবক সংসদ এর গৃহীত পদক্ষেপঃ

১)প্রকাশ বিশ্বাস এর কিডনী স্থাপনের জন্য ১ লক্ষ ৭০ হাজার ৩ শত ১০ টাকা অনুদান প্রদান।
২) নিশ্চিন্তপুর নিবাসী কন্যাদায় গ্রস্ত পিতার আর্থিক সহযোগিতা প্রদান।
৩) পিতৃহীন কলেজ পড়ুয়া প্রতিবন্ধী প্রীতিলতার পড়াশোনার ভার গ্রহণ।
৪) কালীগঞ্জ পৌরসভাধীন নিশ্চিন্তপুর সর্বজনীন মহাশ্মশান এর জলের সমস্যা সমাধান কল্পে এক মহতী উদ্যোগ (সাবমার্সেল স্থাপন/ নিমজ্জনযোগ্য পাম্প) স্থাপনের উদ্যোগ গ্রহণ।
৫) নিশ্চিন্ত পুর মহাশ্মশানের পাচিল নির্মান এর উদ্যোগ।
৬) নিশ্চিন্তপুর মহাশ্মশান এ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্যোগ।
৭) “২৬ টি বছরধরে ঝুপড়ি ঘরে পড়ে থাকা প্রতিবন্ধী ভাইবোন পরিবারের প্রধান বড় দাদা রিপন দাস এর কাছে ২৭ হাজার টাকা ব্যয়ে চার্জার ভ্যান এর ব্যাটারী প্রদান করা হয়।

৮) সড়ক দুর্ঘটনায় আহত কৃষ্ণ সাহার পরিবারকে ৭মে বুধবার সন্ধ্যায় সর্বজনীন কালীবাড়ীতে সনাতন সেবক সংসদ গ্রুপের সংগৃহীত ২৬ হাজার টাকা দেওয়া হয়।

এই সময় উপস্থিত ছিলেন সনাতন সেবক সংসদের এডমিন দৈনিক আমাদের সময় পত্রিকা, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকা প্রতিনিধি ও সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক ঘোষ।

সনাতন সেবক সংসদ গ্রুপ কালীগঞ্জের উপদেষ্টা মন্ডলী যশোর সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বিকাশ চন্দ্র রায়। বীর মুক্তিযোদ্ধা সাবেক ব্যাংক কর্মকর্তা প্রভাত ব্যানার্জী,সর্বজনীন কালীবাড়ীর সহ-সভাপতি নিশিত বরণ সাহা বাবলু,সাধারন সম্পাদক নান্টু সাহা,সাবেক প্রায়মারী প্রধান শিক্ষক মহেন্দ্রনাথ রায়,উপজেলা প্রায়মারী স্কুল সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক জগদীশ অধিকারী,উপজেলা ভূমি অফিসের বড়বাবু যোগেন্দ্রনাথ,সুশান্ত বসু,প্রভাষক বিপ্লব বিষ্ণু,কালীবাড়ীর প্রচার সম্পাদক মৃনাল কান্তি রায় ও পল্লব মিত্র,সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিত সাহা, সহকারি অধ্যাপক ব্রোজেন সরকার, বিশিষ্ট ব্যবসায়ীক উত্তম দাস,শান্তনু দাশ রাজু,খোকন দাস, গৌতম বসু, লক্ষণ ভৌমিক, রাজকুমার দাস,নিতাই সরকার, কালীবাড়ির পুরোহিত উত্তম চক্রবর্তী।