আইসিসি শিরোপা জয়ে চাপ নেই ভারতের : দ্রাবিড়

0
138

২০১৩ সালে ইংল্যান্ডের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিলো ভারত। এরপর গেল ১০ বছরে আইসিসির কোন ইভেন্টের শিরোপা জিততে পারেনি ভারত। আইসিসি ইভেন্টে শিরোপা জয়ের জন্য ভারতের কোন চাপ নেই বলে জানালেন দেশটির ক্রিকেট দলেল প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তবে শিরোপা জিততে পারলে দারুন হবে বলে মনে করেন তিনি।

টানা দ্বিতীয়বারের মত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। আগামীকাল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। ফাইনালে শিরোপা জয়ের কোন চাপ থাকছে কিনা, এমন প্রশ্নের জবাবে দ্রাবিড় বলেন, ‘না একদমই না, আমরা আইসিসি ট্রফি জয়ের চেষ্টায় কোন চাপ অনুভব করি না। এটা করতে পারলে অবশ্যই দারুণ হবে। আইসিসি টুর্নামেন্ট জয় চমৎকার ব্যাপার।’

তিনি আরও জানান, গত দুই বছর ঘরে ও বিদেশের মাটিতে টেস্ট দলের অর্জনকে ছোট করে দেখা যাবে না। ধারাবাহিক ক্রিকেট খেলে অনেক বড়-বড় সাফল্য পেয়েছে।

দ্রাবিড় বলেন, ‘কিন্তু গত দুই বছরের দলের অর্জনের হিসাবও মনে রাখতে হবে। এই সময়ে অনেক সাফল্যই আজকে আমাদের এই পর্যায়ে নিয়ে এসেছে। অনেক ইতিবাচক ব্যাপার আছে। টেবিলের কোথায় অবস্থান, অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়, এখানে সিরিজ ড্র করা। গত ৫-৬ বছর ধরে এই দলটি সারা বিশ্বে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছে এই দলটি। শুধুমাত্র আইসিসি ট্রফি জিততে না পারার কারণে, এসব তো কখনও বদলে ফেলা যাবে না। এগুলোই সবচেয়ে বড় অর্জন।’

চাপ না থাকলেও শিরোপা জয়ের স্বপ্ন আছে দ্রাবিড়ের, ‘ক্রিকেটের যে কোনও খেলায় ট্রফি জিততে পারলে অবশ্যই ভালো লাগবে, যা আপনি জিততে চান। সেটা হতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ফল পক্ষে আসলে দারুণ হবে।’

১৯৮৩ সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে ভারত। এরপর ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ঘরে তুলে টিম ইন্ডিয়া। এবার টেস্ট ফরম্যাটে আইসিসি ইভেন্টের শিরোপা জয়ের সুযোগ ভারতের সামনে। গেল আসরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ নিতে পারেনি ভারত।

দ্রাবিড় বলেন, ‘আমি মনে করি না, দু’টি শিরোপার মধ্যে তুলনা করা ঠিক হবে। এটি অনেক আগের টুর্নামেন্ট এবং এখনও তারা এই ফরম্যাটে নতুন। সত্যিই দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেট চলছে এবং আমি নিশ্চিত নই একটি ম্যাচ সবকিছু বদলে দিবে বা আমূল পরিবর্তন করবে। অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় টেস্ট ক্রিকেটে। এটি চমৎকার একটি খেলা যা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়, একটি ম্যাচের ফলাফলে সব কিছু পরিবর্তন হতে পারে না।’