কালীগঞ্জে মন্দির ভিত্তিক পাঠাগারে বই, খাতা ও কলম বিতরণ

0
414

মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে মন্দিরভিত্তিক শিশুদের মাঝে বই খাতা ও কলম বিতরণ করা হয়েছে।রবিবার সকালে কালীগঞ্জ সার্বজনীন কালীমন্দিরের স্কুলে শিশুদের মাঝে বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ কালীবাড়ী মন্দির ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও কালীবাড়ী কমিটির সহ-সভাপতি নিশিত বরণ সাহা,কালীগঞ্জ কালীবাড়ীর যুগ্ম-সাধারণ সম্পাদক ও সরকারি বীরশেষ্ঠ আব্দুর রউফ কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক অমলেন্দু পাল,কোষাদক্ষ ও প্রাক্তন শিক্ষক সরজিত কুমার বিষ্ণু,কালীবাড়ী কমিটির প্রচার সম্পাদক মৃণাল কান্তি রায়,সাংগঠনিক সম্পাদক যুগল দাস,কালীবাড়ী কমিটির সদস্য গৌতম বসু,কালীবাড়ীর পুরোহিতে চন্দন কুমার চক্রবর্তী, কালীগঞ্জ সনাতন বিদ্যার্থী সংসদের উপদেষ্টা পূর্ণিমা রানী,কালীবাড়ি কমিটির সদস্য সাংবাদিক ও সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মানিক ঘোষ প্রমূখ।কালীগঞ্জ কালীবাড়ী মন্দির ভিত্তিক স্কুলের শিক্ষক চম্পা মজুমদার জানান ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন একটি প্রকল্প প্রাক-প্রাথমিক এবং বয়স্ক শিক্ষাকেন্দ্রের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা প্রকল্পের প্রধান কাজ।

এছাড়া নিরক্ষরতা দূরীকরণে, বিদ্যালয়ে গমনোপযোগী ১০০% শিশুকে বিদ্যালয়ে ভর্তিতে এবং ঝড়ে পড়া রোধ করতে প্রকল্পটি কাজ করছে। টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন, সপ্তম প বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন, নারীর ক্ষমতায়ন এবং সরকারের ‘ বাস্তব রূপায়নে প্রকল্পটি কার্যকর ভূমিকা রাখছে।সেই উপলক্ষে প্রাক প্রাথমিক শিশুদের হাতে বই, খাতা, কলম তুলে দেওয়া হয়।