হিজলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন

0
133

হিজলা প্রতিনিধি:বরিশালের হিজলা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। খরিপ-১ মৌসুমে(২০২৩-২৪) প্রণোদনা কর্মসূচীর আওতায় আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১২ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহসানুল হাবীব আল আজাদ জনি। হিজলা উপজেলার ৬টি ইউনিয়নের ১ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রত্যেকের মাঝে ৫ কেজি ধান, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হবে।

অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আবিদ হাসান, উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ মহিউদ্দিন, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান মোঃ তৌফিকুর রহমান সিকদার, স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দসহ উপকারভোগী কৃষকগণ।