লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

0
260

মুনিরা আক্তার,কুবি প্রতিনিধি:লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি’র উদ্যোগে ও ‘লায়নস ক্লাব অফ ঢাকা কিংস’ এর সৌজন্যে মহিয়ূর সুন্নাহ এতিমখানার শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্ট প্রাঙ্গনে ২০ এর অধিক এতিমখানার শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ বিষয়ে সংগঠনটির উপ-উপদেষ্টা লায়ন মো. জাকারিয়া বলেন, ‘মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকে আমরা প্রতি বছরই আমাদের লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটির পক্ষ থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে থাকি। মানবতার ব্রত হওয়া উচিত নিজের জিনিস অন্যকে বিলিয়ে দেওয়া।’

লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটির সভাপতি রাশেদুল ইসলাম বলেন, ‘আমাদের ক্লাবে লায়ন স্যারদের দেওয়া ফান্ড এর মাধ্যমে কম্বল বিতরণ করেছি। এই কনকনে শীতে যারা মা- বাবা থেকে দূরে থাকে বিশেষ করে এতিমখানার শিশুদের মধ্যে আমরা কম্বল বিতরণ করে থাকি। প্রতি মাসে একটা করে সার্ভিস প্রোগাম রেখে আমরা লিডারশীপ কোয়ালিটি গ্রো করার জন্য এগিয়ে যাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমান বলেন, ‘লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি এর আগেও বেশ কিছু গঠনমূলক কাজ করেছে। এত সক্রিয়ভাবে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসার দাবি রাখে।’

তিনি আরও বলেন, ‘আমাদের মাননীয় উপাচার্য স্যারের লক্ষ্য হচ্ছে কোয়ান্টিটি নয় বরং কোয়ালিটি নিশ্চিত করা। আশা করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং এর অঙ্গসংগঠন গুলো কোয়ালিটি নিশ্চিত করতে সচেষ্ট থাকবে।’

এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক লাবিবা ইসলাম, সংগঠনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মিনহাজুর রহমান, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট মুনিরা আক্তার, অর্থ সম্পাদক আরিফা আক্তারসহ সংগঠনটির আরও অনেক সদস্য।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে শীতবস্ত্র বিতরন, করোনা কালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সাহায্য প্রদান, মাদ্রাসায় শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালনসহ বিভিন্ন গঠনমূলক কাজের মাধ্যমে মানবসেবামূলক কাজে নিয়োজিত আছে লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি।