নরসিংদীতে অনুষ্ঠিত হল তৃতীয় আন্তর্জাতিক কিরাত সম্মেলন

0
209

নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে অনুষ্ঠিত হল তৃতীয় আন্তর্জাতিক কিরাত সম্মেলন। শুক্রবার (২৭জানুয়ারি) আন্তর্জাতিক কিরাত সম্মেলন অনুষ্ঠিত হয় নরসিংদী জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাটির পাড়া কে কে ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ মাঠে।

আন্তর্জাতিক কিরাত তিলাওয়াত সংস্থা (ইকরা) নরসিংদী জেলা শাখার আয়োজনে তৃতীয়বারের মত নরসিংদীতে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক কিরাত সম্মেলন। বাদ জুমআ শুরু হয় কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠান। আজকের আয়োজিত কিরাত সম্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী (দাবা), মহা পরিচালক জামিয়া নুরিয়া ঢাকা।

উক্ত কিরাত সম্মেলনের উদ্বোধন করেন মুফতী আব্দুর রহীম কাসেমী (দাবা), শাইখুল হাদিস পলাশ এমদাদুল উলুম মাদ্রাসা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা শ ওকত হোসাইন সরকার (দাবা) সভাপতি সম্মেলন বাস্তবায়ন কমিটি।

অনুষ্ঠিত আজকের এই আন্তর্জাতিক কিরাত সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আগত আমন্ত্রিত ক্বারীগন তাদের মধুর কন্ঠে কোরআন তিলাওয়াত করেন। বাংলাদেশ, ভারত,ফিলিপাইন, ইরান,মিশর ও পাকিস্তানের ৬ জন ক্বারী কিরাত তিলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

জুমআর নামাজের পর থেকেই দলে দলে নরসিংদী জেলা সহ আশে পাশের এলাকার ধর্মপ্রান মুসল্লীগন দলে দলে সাটির পাড়া কে কে ইন্সটিটিউশন মাঠে প্যান্ডেলের নিচে জমায়েত হতে থাকে। ময়দান ছাড়াও রাস্তা পর্যন্ত জনতার উপচে পড়া ভীড়ে পরিপূর্ণ হয়ে গেছে।