ভারতের প্রজাতন্ত্র দিবস আজ

0
215

ভারতের প্রজাতন্ত্র দিবস আজ। ১৯৫০ সালের এ দিনে ভারতীয় গণপরিষদে সংবিধান কার্যকরী হলে দেশটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। ঐতিহ্য বজায় রেখে এবারও দেশটির প্রজাতন্ত্র দিবসের সকালে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতীয় সংগীত এবং ২১ বার তোপধ্বনির পর শুরু হয় কুচকাওয়াজ।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ পরিদর্শনের মাধ্যমে দিল্লীর কর্তব্যপথে কুচকাওয়াজ শুরু হয়।

প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এবারের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে রয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

অন্যদিকে, প্রথমবারের মতো কুচকাওয়াজ দেখতে প্রথম সারিতে বসেননি ভিভিআইপিরা। প্রথম সারিতে বসেছেন রিকশাচালক, কর্তব্যপথ নির্মাণকারী শ্রমিক ও তাদের আত্মীয়-স্বজনেরা। এছাড়া প্রথমবারের মতো প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছেন অগ্নিবীররা।